৮ জনকে পুড়িয়ে হত্যা - বেনজীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৪ | আপডেট : ৪ অক্টোবর ২০২৪, ১৪:১০
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন আবুল খায়ের নামে এক বাসের মালিক। বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হককে। এছাড়া পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ এবং কুমিল্লার তৎকালীন পুলিশ সুপারসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৪৮) পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা ৮ যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পরদিন বাসের চালক, সহযোগী এবং স্থানীয় লোকজনের মাধ্যমে বাদী জানতে পারেন যে চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদের মদদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বাদীর ওই বাসটি পুড়িয়েছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের মদদে পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা এ ঘটনা সংগঠিত করে উল্টো তৎকালীন বিরোধী দলের শীর্ষ নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।
বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি আমলে নিতে চৌদ্দগ্রাম থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত