৪৮ ঘণ্টা না পেরোতে আবারও ফিলিস্তিনে হামলা চালাল ইসরাইল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৯:৫৩ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ১৮:০৬

আবারও ফিলিস্তিনে হামলা চালাল ইসরাইল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালায় দেশটির বাহিনী। এই হামলার পর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বলেছে, ফিলিস্তিনিদের ছোড়া বেলুনে দেশটির দক্ষিণাঞ্চলের ৮টি স্থানে আগুন ধরে যায়। এর জবাবে হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, বেলুন ছোড়ার জেরে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধান আরেকবার ফিলিস্তিনে হামলা চালাল আইডিএফ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলের বাহিনী বলেছে, সশস্ত্র সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। খান ইউনিস এবং গাজা শহরে এসব হামলা চালানো হয়। ফিলিস্তিনে অবস্থানরত এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

গতকাল বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান আভিভ কোহাভি। হামাসের স্থাপনা লক্ষ্য করে আইডিএফ হামলা চালিয়ে যাবে। এ ছাড়া গাজা উপত্যকায় যা ঘটছে তার জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইলের সেনাবাহিনী।

এদিকে ইসরাইলের হামলা পর হামাসের সদস্যরা প্রকাশ্যে মেশিনগান থেকে গুলি ছুড়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসরাইলের বাহিনী সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজিয়েছে।

ইসরাইলের অগ্নিনির্বাপণ বাহিনী বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত গত ৩ দিন ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন ছোড়া হয়েছে। ফলে ইসরাইলের বিভিন্ন খামারে এবং জঙ্গলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাহিনী।

এর আগে গত মাসে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। টানা ১১ দিন সংঘর্ষের পর গত ২১ মে এই সংঘর্ষ থামে। এরপর গত বুধবার আবারও ফিলিস্তিনে হামলা চালায় ইসরাইল।

মে মাসের ওই সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ফিলিস্তিনের হামলায় নিহত হয়েছে ১৩ ইসরাইলি। সূত্র: সিএনএন, এএফপি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত