৩২ বছর পর আবার এক পর্দায় অমিতাভ-রজনীকান্ত
প্রকাশ: ১২ জুন ২০২৩, ১৭:৪৫ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯
ক্যারিয়ারের ১৭০তম ছবিটি করতে চলেছেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত। এ ছবিটি আরও বিশেষ হয়ে উঠবে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের আবির্ভাবে। জানা গেছে, এই দুই মেগাস্টার একসঙ্গে এবার বড় পর্দা কাঁপাবেন।
এর আগে বেশ কিছু ছবিতে একসঙ্গে দেখা গেছে রজনীকান্ত ও অমিতাভকে। তাঁরা একসঙ্গে এসেছেন ‘হম’, ‘অন্ধাকানুন’ ও ‘গ্রেপ্তার’ ছবিতে। ভারতীয় গণমাধ্যম ই–টাইমসের খবর অনুযায়ী, রজনীকান্তের নাম ঠিক না হওয়া ছবির অন্যতম মূল আকর্ষণ হতে চলেছেন ‘বিগ বি’। এই দুই কিংবদন্তি তারকা ৩২ বছর পর একসঙ্গে আসার খবরে সিনেমাপ্রেমীরা রীতিমতো উচ্ছ্বসিত।
রজনীকান্তের ১৭০তম ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ‘জয় ভীম’ পরিচালক টি জে জ্ঞানবেলের কাঁধে। জানা গেছে, ছবিটির একটি বিশেষ চরিত্রের জন্য অমিতাভকে প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ছবির নির্মাতারা তাঁর সঙ্গে কথাবার্তা বলছেন। খুব শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা। টি জে জ্ঞানবেল পরিচালিত ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে চলেছে। আর রজনীকান্তকে এক মুসলিম পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।
রজনীকান্ত সবেমাত্র ‘জেলার’ ছবির শুটিং শেষ করেছেন। শিগগিরই শুরু করবেন ‘লাল সেলাম’ ছবির শুটিং। এর আগে রজনীকান্তের ১৭০তম ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল দক্ষিণি তারকা বিক্রমকে। পরে অমিতাভ বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়। এই বলিউড মেগাস্টার এখন ঋভু দাশগুপ্তর ‘সেকশন এইট্টিফোর’ ছবির শুটিংয়ে ব্যস্ত। রজনীকান্ত ও অমিতাভকে শেষ একসঙ্গে পর্দায় দেখা গেছে ১৯৯১ সালে ‘হম’ ছবিতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত