২৬ জন ‘নির্যাতিত’কে প্রকাশ্যে এনেছেন দ্য কেরালা স্টোরির পরিচালক
প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৫৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৩১
বক্স অফিসে দূরন্ত গতিতে ছুটছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। এরই মধ্যে ১৫০ কোটি রুপি আয় পার করে ফেলেছে বিপুল শাহ প্রযোজিত এই ছবি। এদিকে সত্য ঘটনার আধারে নির্মিত—এমন দাবি করা হলেও ছবিটিকে ঘিরে দানা বেঁধেছে নানা বিতর্ক। অনেকের মতে, ইসলামকে কুৎসিতভাবে তুলে ধরা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে। এ নিয়ে বুধবার মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন ও প্রযোজক বিপুল শাহ।
বুধবার মুম্বাইয়ের এক মিলনায়তনে ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
এই সংবাদ সম্মেলনে তাঁরা ২৬ জন ‘নির্যাতিত’কে প্রকাশ্যে এনেছিলেন। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির বিরুদ্ধে আনা নানা অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পরিচালক সুদীপ্ত সেন বলেন, ‘আমার এই ছবি কোনো বিশেষ ধর্মকে ঘিরে নয়।
এই ছবিতে তিন মেয়ের কথা বলা হয়েছে, আর যারা হাজার হাজার নির্যাতিতকে প্রতিনিধিত্ব করছে। আমরা এই ছবির মাধ্যমে কোনো রকম সমতা বজায় রাখতে চায়নি। আমরা শুধু যা ঘটেছে, সেটা তুলে ধরতে চেয়েছি। এই ছবির প্রতিটা শব্দ আর প্রতিটা দৃশ্য সত্য।’
সুদীপ্ত সেন আরও বলেছেন, ‘শুধু ভারতে নয়, সারা দুনিয়া আতঙ্কবাদের সঙ্গে পরিচিত। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সবাই ভুক্তভোগী। আমরা জানি যে আতঙ্কবাদীরা কীভাবে একটা ধর্মের অপব্যবহার করছে। আমি মনে করি, আমরা ইসলাম সম্প্রদায়ের হয়েই কাজ করেছি। তাদের বলতে চেয়েছি যে ইসলামকে কীভাবে অপব্যবহার করা হচ্ছে। আমরা সেই সব নির্যাতিত নারী ও জাতির হয়ে কাজ করেছি।’
এই পরিচালক আরও বলেছেন, ‘আমরা কতটা বিপদের মধ্যে দাঁড়িয়ে আছি, তা দেখার জন্য প্রত্যেক দেশপ্রেমী ভারতীয়র ছবিটি দেখা প্রয়োজন। কেরালাতে মৌলবাদ বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে।’
বিপুল শাহ বলেছেন, ‘তিন মেয়ের মাধ্যমে হাজার হাজার মেয়ের কাহিনি সামনে এসেছে। অনেক গণমাধ্যম এটাকে মিথ্যা বলেছে। এটা নোংরা চক্রান্ত, যা হওয়া উচিত ছিল না। আমরা নতুন পরিসংখ্যান নিয়ে এসেছি।’
এদিনের সংবাদ সম্মেলনে বিপুল শাহ, সুদীপ্ত সেন ছাড়া এই ছবির চার অভিনেত্রী অদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি ইদনানি উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত