২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৪, ১৮:২৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯
এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২২ ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (০২ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে দুজন ঢাকার এবং একজন বরিশালের বাসিন্দা। এনিয়ে চলতি বছরে ১৭৭ জনের মৃত্যু হলো।
এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ৩৪ হাজার ১২১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৩০ হাজার ৩৯৩ জন রোগী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত