২১ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১৯:৪০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৬

  বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মহসিন আলী, স্বপন চন্দ্র মহন্ত, সরফুল হক উজ্জল, মুকুল হোসেন, মুক্তারিন জাহিদ সরকার, আনন্দ কুমার, শামীম শেখ, ফিরোজ কামাল ফারুক, বকুল হোসেন, আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত