২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবিতে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল 

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১৫:৫০ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮

২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় সিরাজদিখান সন্তোষপাড়া গোয়ালবাড়ির  সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারে আওতায় আসতে হবে। 

 উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সাবেক  সিরাজদিকান উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মনির হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন , সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,আসলাম হাওলাদার,সাবেক অধ্যক্ষ গিয়াসউদ্দিন মিয়া, মধু সুধন দাস দুলু,হেলেনা ইয়াসমিন, ইকবাল হোসেন সুরুজ,আবুল খায়ের মাঝি,  হাজী আব্দুল করিম শেখ,জাকির হোসেন মাদবর, মোঃ আশ্রাফ আলী, সুবীর চক্রবর্তী, শেখ মনির হোসেন মিলন,জহিরুল ইসলাম লিটু, আনিসুর রহমান রিয়াদ প্রমুখ। এছাড়া সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ,আওয়ামীযুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত