২০ বছর বয়সী হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১১:৫৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০২
বছর দুয়েক আগে একজন আইনজীবীকে হত্যার দায়ে এক তরুণকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে ইরান। গতকাল সোমবার ওই তরুণের ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, উত্তরাঞ্চলের সেমনাম প্রদেশের শাহরৌদ শহরে গতকাল সকালে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার এ ঘটনা ঘটেছে।
অন্যদিকে ইরনার খবর, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির বয়স ২০ বছর। আইনজীবীকে হত্যার জন্য একটি গোষ্ঠী তাঁকে ভাড়া করেছিল বলে স্বীকার করেছিলেন তিনি। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ঘটনা ইরানে সচরাচর দেখা যায় না। প্রায় সব মৃত্যুদণ্ডের সাজা কারাগারে চার দেয়ালের ভেতরেই কার্যকর করা হয়। তবে দেশটিতে বেশির ভাগ মৃত্যুদণ্ডই ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, প্রতিবছর চীন বাদে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে ইরানে।
গত বুধবার মধ্য ইরানের সরকারি কর্তৃপক্ষ একজন প্রচারকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে নিজের সেবাগ্রহীতাকে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ প্রমাণিত হয়েছিল।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত