১৬ ই মে পর্যন্ত শিমুলিয়ার স্পীড বোট চলাচলে নিষেধাজ্ঞা 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মে ২০২১, ১৯:১৪ |  আপডেট  : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২

পদ্মায় অবৈধভাবে পারাপার ঠেকাতে শিমুলিয়া স্পিডবোট ঘাটে বাঁশ-রশি-লাল কাপড়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ। দুর্ঘটনায় ২৬ জন নিহতের পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধে এ পদক্ষেপ নিয়েছে নৌ-পুলিশ।

বুধবার (৫ মে) বিকাল ৫টায় স্পিডবোট ঘাটের প্রবেশমুখে বাঁশ ও নদীর অংশে চারদিকে রশি-লাল কাপড়ে ব্যারিকেড দিয়েছে মাওয়া নৌ-পুলিশ। এতে ঘাটে স্পিডবোট ও যাত্রী প্রবেশের সুযোগ থাকছে না। পাশাপাশি স্পিডবোট ঘাটে অবস্থান নিয়েছে নৌ-পুলিশের এক ডজন সদস্য।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, ১৬ মে পর্যন্ত যাতে কোনো ধরনের স্পিডবোট, ট্রলার চলাচল করতে না পারে সেজন্য রশি, বয়া, লাল কাপড় দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। ঘাট এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ ডিউটিও চালু থাকবে।

প্রসঙ্গত, গত সোমবার (৩ মে) মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের কাছে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় একটি স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন ওই নৌযানের আরও পাঁচ যাত্রী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত