১৩ সেপ্টেম্বর খুলছে মেডিক্যাল কলেজ, মাস্ক পড়ে সশরীরে ক্লাস: স্বাস্থ্যমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৭ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৭:০৬

মেডিকেল সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ১৩ তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস শুরু হবে।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে।’

তিনি বলেন, ‘আমাদের এখানে (সভায়) ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) আছেন, সচিবরা আছেন। ওনারা আমাদের জানিয়েছেন, আনুমানিক এ মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। তবে দুই-একদিন এদিক-ওদিক হতে পারে। এটাই ওনাদের আনুমানিক সময়। এটা আজকে আমাদের একটি বড় সিদ্ধান্ত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধাপে-ধাপে ক্লাসের অর্থই হলো আমাদের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চমের ক্লাস শুরু করা। যেখানে প্র্যাকটিক্যাল জড়িত আছে, সে ক্লাসগুলো আগে খুলে দেওয়া শুরু করব। পরিস্থিতি আমরা দেখব। তারপর অন্যান্য সব ক্লাসই ধীরে ধীরে খুলে দিব।’

তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ আছে। অনলাইনে কিছু ক্লাস হলেও মেডিকেল শিক্ষায় সশরীরে ক্লাস নেওয়া দরকার। তা নাইলে গ্যাপ পড়ে যাবে, আমরা ডাক্তার পাব না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি সশরীরে ক্লাস নেওয়া দরকার।’

মেডিকেল শিক্ষায় শিক্ষার্থীদের অবশ্যই রোগীর কাছে যেতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এজন্য মেডিকেল শিক্ষার্থীরা প্রথমে নন-কোভিড রোগীদের কাছে যাবে। পর্যায়ক্রমে কোভিড রোগীদের কাছেও মেডিকেল শিক্ষার্থীরা যাবে। সবই হবে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে।’

‘প্র্যাকটিক্যালি রোগীর কাছে অবশ্যই যেতে হবে। নইলে ভালো ডাক্তার হতে পারবে না। ক্লাসে গেলে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানাসহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়, বিএমডিসিসহ সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

   

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত