১২ ঘণ্টা অপেক্ষার পর তাহির জামান হত্যা মামলা নিলো পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১৫:০৫ |  আপডেট  : ৩০ অক্টোবর ২০২৪, ০০:৪১

১২ ঘণ্টার বেশি সময় থানায় অপেক্ষা করার পর কোটা সংস্কার আন্দোলন চলাকালে আলোকচিত্রী তাহির জামান (প্রিয়) হত্যার অভিযোগে মামলা নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ। ছেলে হত্যার মামলা দায়েরের জন্য মঙ্গলবার সকাল থেকে ১২ ঘণ্টার বেশি সময় থানায় অপেক্ষা করেন তাহির জামানের মা সামসি আরা জামান। মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়।

বুধবার (২২ আগস্ট) ডিএমপির যুগ্ম কমিশনার ইসরাইল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে আলোকচিত্রী তাহির জামান (প্রিয়) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে নিউ মার্কেটে থানায়। মামলার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

মামলার আসামিরা হলেন– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফুল ইসলাম, রমনা জোনের সাবেক এডিসি হাফিজ আল-আসাদ, নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও  নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম।

ছেলে হত্যার মামলা দায়েরের জন্য মঙ্গলবার সকাল থেকে ১২ ঘণ্টার বেশি সময় থানায় অপেক্ষা করেন তাহির জামানের মা সামসি আরা জামান।

এর আগে কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান। তিনি একসময় দ্য রিপোর্ট ডট লাইভ নামে একটি নিউজ পোর্টালের ভিডিও জার্নালিস্ট ছিলেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত