১১ দিনেও উদ্ধার হয়নি লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১১:৪৯ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের মালগুদাম এলাকায় মালবাহী ট্রেন সান্টিং করার সময় একটি বগি লাইনচ্যুত হওয়ার ১১দিন অতিবাহিত হলেও ওই বগিটি উদ্ধার করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। গত ১৭ জুলাই রাতে মালবাহী ট্রেনের ওই বগিটি লাইনচ্যুত হয়।
জানা যায়, সান্তাহার জংশন স্টেশনের উত্তরপার্শ্বে মালগুদাম এলাকায় গত ১৭ জুলাই রাতে একটি মালবাহী ট্রেন সান্টিং করার সময় ট্রেনের একটি বগি রেল লাইনের শেষ সীমানা অতিক্রম করে রেললাইনের বাহিরে মাটিতে পড়ে যায়। কোটা বিরোধী আন্দোলনে ট্রেন বন্ধ থাকায় এবং রেল পথটি বিকল্প লাইনে ট্রেনের সান্টিং করার কারনে ওই বগিটি ১১ দিনেও উদ্ধার করেনি লেওয়ে কর্তৃপক্ষ। সান্তাহার রেলওয়ে উপ-সহকারি প্রকৌশলী(ক্যারেজ) সোহেল হোসেন বলেন, কোঠা বিরোধী আন্দোলনের কারনে ট্রেন বন্ধ সহ বিকল্প লাইনে অন্যান্য ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না। তবে রিলিফ ট্রেন পাকশি থেকে আশা পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত