হোয়াউট হাউজের ‘ফাস্ট ডগ’কে হারিয়ে শোকে আবেগাপ্লুত বাইডেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২১, ১০:২৬ |  আপডেট  : ২৯ অক্টোবর ২০২৪, ২২:৪১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের সঙ্গী ও হোয়াউট হাউজের ‘ফাস্ট ডগ’ চ্যাম্প মারা গেছে। স্থানীয় সময় শনিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বাইডেন নিজেই তথ্যটি জানিয়েছেন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

জো বাইডেনের দুটি জার্মান শেফার্ড বা পোষা কুকুর রয়েছে। এর একটির নাম ‘মেজর’ এবং অন্যটি ‘চ্যাম্প’। তার ‘প্রিয়’ চ্যাম্প শনিবার মারা গেছে।

দীর্ঘ ১৩ বছর ধরে কুকুর দুটি বাইডেন পরিবারের সঙ্গী। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বাইডেন ও তার পরিবারের সঙ্গে হোয়াইট হাউজের বাসিন্দা হয় ‘চ্যাম্প’ ও ‘মেজর’।

টুইটে চ্যাম্পের মৃত্যুর খবর জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আমাদের পরিবার আজ প্রিয় চ্যাম্পকে হারালাম, তাকে খুব মনে পড়বে। অপর এক টুইটে একটি শোকবার্তাও শেয়ার করেছেন তিনি।

বাইডেন পরিবারের অত্যন্ত প্রিয় সঙ্গী চ্যাম্প গত মাস থেকেই দুর্বল হয়ে পড়ে। বাইডেন জানান, অসুস্থ হওয়ার পরও কেউ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে কাছে এসে কান সোজা করতো বা দুই পা তুলে দাঁড়াতো। সে চাইতো আমরা যেন ওর পেটে হাত বুলিয়ে আদর করে দেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত