হারাগাছে ৯৯ জন হাফেজ ছাত্র ছাত্রীর মাঝে কোরআন বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৭:৫০ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ১৮:০৮

কাউনিয়ার হারাগাছ ইউনিয়নে মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত জহুরা ফাউন্ডেশনের নতুন অফিস উদ্ধোধন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকালে ৯৯ জন হাফেজ ছাত্র-ছাত্রী কে কোরআন শরিফ প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে এক আলোচনা সভা বকুল তলা বাজারস্থ নতুন কার্যালয়ে জহুরা ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জহুরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাঃ জহুরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য পঃপঃ পরিদর্শক মাইদুল ইসলাম বসুনিয়া, তিসা পরিবহন কাউন্টার পরিচালক ওসমান আলী, জহুরা ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান আশিক, ইমাম হাফিজুর রহমান বাদল বসুনিয়া, সমাজ সেবক নূরুল হক, ডাঃ মনিরুজ্জামান, বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য এ্যাডভোকেট আয়নাল হক, মাজেদুল ইসলাম বসুনিয়া, শহিদার রহমান শহীদ, আনিছুর রহমান (সাপু) সাংবাদিক আলমগীর হোসেন, আরিফ হোসেন, রাজু আহমেদ প্রমূখ। ফিতা কেটে অফিসের উদ্ধোধন ও আলোচনা সভা শেষে ৯৯ জন হাফেজ ছাত্র কে কোরআন শরিফ ও তাদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত