দুর্ঘটনার আশঙ্কা
হারাগাছে বৈদ্যুতিক লাইনের তারসহ খুঁটি হেলে পড়েছে
প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ১৫:৫৭ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:১৭
কাউনিয়ার হারাগাছ বকুলতলা উদাশির পাড় গ্রামে ১১ কেভি ভোল্টের লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি প্রায় এক বছর আগে ঝড়ে হেলে মাটিতে পড়ে যায়। কিন্তু এত দিনেও খুঁটিটি সোজা করেনি কর্তৃপক্ষ। হেলে পড়া খুঁটির চারপাশে পানি রয়েছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। উদাশির পাড় গ্রামের আঃ রহিমসহ একাধিক মানুষ জানান, এই এলাকায় নিচু নরম মাটির জমিতে ১১ কেভি ভোল্টের স ালন লাইনের বেশ কয়েকটি খুঁটি রয়েছে। গত বছর বর্ষায় হাই ভোল্টের স ালন একটি খুঁটি গোঁড়া থেকে মাটি সরে হেলে পড়ে। হেলে পড়া খুঁটিটি হারাগাছ বিদ্যুৎ অফিস থেকে একাধিকবার দেখে গেলেও মেরামত করা হয়নি। বিদ্যুৎ বিভাগ মাটিতে হেলে পড়া খুঁটির বৈদ্যুতিক স ালন বন্ধ রেখেছেন। কিন্তু মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। কোন ভাবে কর্তৃপক্ষের উদাসিনায় যদি সঞ্চালন চালু করে তাহলে পানি বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
সরেজমিনে বকুলতলা উদাশির পাড় এলাকায় গিয়ে দেখা গেছে, বিস্তৃর্ণ কৃষি জমির মাঝ খানে জলাশয় ঘেষে ১১ কেভি ভোল্টের সঞ্চালন লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে আছে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হারাগাছ জোনাল থেকে এই সঞ্চালন লাইনের দেখভাল করা হয়। বিদ্যুৎস্পৃষ্টার ভয়ে কৃষক ও কৃষি শ্রমিকরা জমিতে যেতে পারছেন না। পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হারাগাছ জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবির জানান, অতিবৃষ্টিতে মাটি নরম হওয়ায় ওই এলাকায় ১১ কেভি ভোল্টের স ালন লাইনের একটি খুঁটি হেলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল বর্তমানে মাটিতে পড়ে গিয়েছে। ওই লাইনে বিদ্যুৎ স ালন বন্ধ রয়েছে এবং হেলে পড়া খুঁটিটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত