হারাগাছে বিদ্যুতের ট্রান্সমিটার মাথায় পরে ২ শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৪ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৬
কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার মেনাজের পুলের কাছে মীরবাগ-হারাগাছ রোডে শনিবার সকালে বালুবাহী ট্রাকটরের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এসময় পোলের মাথায় থাকা তিনটি ট্রান্স মিটার শ্রমিকের মাথার উপর পরে ২ শ্রমিক নিহত হয়।
প্রত্য¶দর্শী সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভার ঠাকুরদাশ মাছুয়ার তেপতি গ্রামের বাসিন্দা শাহ আলম তার নিজ¯^ ট্রাকটরে করে শনিবার সকালে বালু নিয়ে হারাগাছ পৌর সভা অভিমুখে যাচ্ছিলেন। হারাগাছ-মীরবাগ রোডে মেনাজের পুল নামক স্থানে পৌঁছিলে ট্রাকটরের বড় চাকা টি খুলে গেলে ট্রাকটরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এসময় বিদ্যুতের খুঁটির মাথায় থাকা ৩টি বোতল ট্রান্সমিটার ট্রাকটরের উপর বসে থাকা শ্রমিকের মাথার উপর পরে। এতে ঠাকুর দাশ মাছুয়ার তেপতি গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মনোয়ার হোসেন (২৬) ঘটনা স্থলেই মারা যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় একই গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র জুয়েল মিয়া (২২)কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় হারাগাছ পৌর সভা সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিছিন্ন হয়ে পরে। প্রায় ৪ ঘন্টা পরে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হয়। হারাগাছ মেট্রো থানার ওসি শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত