হরিজন জনগোষ্ঠীর প্রতি ভেদাভেদ-বৈষম্যের প্রতিবাদে রংপুরে সংহতি সমাবেশ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৪২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:০৩

হরিজন অধিকার আদায় সংগঠন, রংপুর জেলার উদ্যোগে গত বুধবার কাচারি বাজার চত্ত্বরে জাত-পাত, পেশা-ভাষা ও সংস্কৃতির কারণে হরিজন জনগোষ্ঠীর প্রতি ভেদাভেদ-বৈষম্যের প্রতিবাদে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। হরিজন অধিকার আদায় সংগঠন রংপুর জেলার সহ-সভাপতি রাজু বাসফোর এর সঞ্চালনায় সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহদাত হোসেন, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা, জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগের সহ-সভাপতি মৌসুমি শংকর রিতা, নগর-পরিকল্পনাবিদ ও গবেষক ওয়াকিমুল ইসলাম শাকিল। 

হরিজন অধিকার আদায় সংগঠনের পক্ষ থেকে নিজেদের কথা তুলে ধরেন উপদেষ্টা লিটন বাসফোর, কানাই বাসফোর, সবরন বাসফোর, কানাই বাসফোর, সাধারণ সম্পাদক সাজু বাসফোরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন যে সভ্য সমাজে হরিজন জনগোষ্ঠীর প্রতি এরকম বৈষম্য অমানবিক ও নিন্দনীয়। হরিজনদের এই পরিচ্ছন্নতা পেশাকে রাষ্ট্রীয়ভাবে সামাজিক মর্যাদা দেয়া উচিত। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত