সড়ক-ফেরিতে ঢাকামুখী মানুষের ঢল অব্যাহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ আগস্ট ২০২১, ১১:১১ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ২১:৫৫

আজ রোববার (১ আগস্ট) থেকে খুলেছে শিল্পকারখানা। কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ শ্রমিক। তাদের কর্মস্থলে ফেরার সুবিধায় চালু হয়েছে, গণপরিবহন। চলাচল করবে বেলা ১২টা পর্যন্ত।

 সারা দেশে কঠোর বিধিনিষেধ চললেও, সড়কে বেড়েছে গাড়ির চাপ। ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া, মাদারীপুরের বাংলাবাজার ও ভোলার ইলিশা ঘাটে।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার কারণে চাঁদপুর লঞ্চঘাটে কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভিড়। তবে সরকার অনুমতি দিলেও প্রস্তুতি না থাকায়, বরিশাল থেকে ছাড়েনি, রাজধানীমুখী কোনো লঞ্চ। 

রোববার (১ আগস্ট) সকাল থেকে সাভারের বিভিন্ন মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। পাশাপাশি ট্রাকের চাপ বেশি বলে জানা গেছে। নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানীবাজার থেকে বাইপাইল পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে যানজটে আটকা পড়েছে শ্রমিকসহ যাত্রীরা। এ ছাড়া টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত