স্লোগান দেওয়া ৩ শিক্ষার্থীকে নেওয়া হয়েছে পল্টন থানায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১৫:১২ |  আপডেট  : ৩০ অক্টোবর ২০২৪, ০০:২০

সোমবার (২৯ জুলাই) রাজধানীর পল্টনে বিক্ষোভকালে তিন শিক্ষার্থীকে ধরে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে তারা গ্রেপ্তার নাকি আটক এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি পুলিশ।

পল্টন থানার ডিউটি অফিসার এসআই আনিসুল বলেন, পল্টন মোড় থেকে তিনজনকে এনে থানায় রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় লিখে রাখতে বলা হয়েছে। তবে আটক কিংবা গ্রেপ্তারের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন, তাদের এক সহ-সমন্বয়কারীসহ চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টন মোড়ে ৬-৭ জন আন্দোলনকারী অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

তারা ৯ দফা দাবি মেনে নেওয়া, ছাত্র হত্যার বিচার ও আটকদের মুক্তির দাবি জানান। এসময় পল্টন মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ২০-২৫ জন সদস্য এসে তিনজনকে ধরে নিয়ে যায়।

পুলিশের ধরে নেওয়া তিনজনের মধ্যে রয়েছেন মেজবাহ ও রাফি নামের দুজন। অপর একজনের নাম জানা যায়নি।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত