‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১৬:১৪ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫১
কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের নাটক-চলচ্চিত্রে অভিনয় করে যারা তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন তাদের মধ্যে ফারুক আহমেদ অন্যতম। তিনি দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করছেন।
অভিনেতা ফারুক আহমেদের হুমায়ূন আহমেদের সঙ্গে রয়েছে অসংখ্য স্মৃতি। কাজের বাইরেও তাদের দুজনার মাঝে এক আত্মার সম্পর্ক তৈরি হয়েছিল। যা পারিবারিক সম্পর্ককেও ছাপিয়ে গিয়েছিল। ফারুক আহমেদ এসব স্মৃতি নিয়ে এবার একটি বই লিখছেন। বইটির নাম ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’।
হুমায়ূন আহমেদকে লেখা বই নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘দীর্ঘদিন তার পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছে। বহুদিনের ইচ্ছা ছিল এই কালজয়ী লেখককে নিয়ে কিছু লিখব। কিন্তু সাহস পাচ্ছিলাম না। কয়েক মাস আগে কিংবদন্তী প্রকাশনীর কর্ণধার অঞ্জন হাসান পবন আমার কাছে আসেন এবং হুমায়ূন আহমেদের সঙ্গে আমার দীর্ঘ সময়ের স্মৃতি নিয়ে একটি বই প্রকাশ করার আগ্রহ দেখান। তার আগ্রহে আমি সাহস করে ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ নামে একটি বই লেখা শুরু করি।’
ফারুক আহমেদ আরও বলেন, ‘ইচ্ছা ছিল বইটি হুমায়ূন আহমেদের জন্মদিনে প্রকাশ করব। নানা কারণে তা সম্ভব হয়নি। তবে লেখা প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে এবছর ১৬ ডিসেম্বর ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ বইটি পাঠকের হাতে পৌঁছে দিতে পারব বলে আশা রাখি।
বই প্রকাশ সম্পর্কে প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাছের একজন মানুষ ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। অভিনয় দক্ষতার মাধ্যমে সবার মনে স্থান করে নেন তিনি। উড়ে যায় বকপক্ষী নাটকের তৈয়ব আলী সরকার সহ প্রতিটা চরিত্রে হুমায়ূন আহমেদ নতুন করে আবিষ্কার করেছেন ফারুক আহমেদকে। নন্দিত এই কথাসাহিত্যিক এবং নির্মাতার শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।
হুমায়ূন আহমেদের সঙ্গে দীর্ঘ সময় পথচলার অভিজ্ঞতা এবং বিভিন্ন গল্প নিয়ে ফারুক আহমেদ লিখেছেন তার প্রথম বই ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’। বইটির প্রচ্ছদশিল্পী হচ্ছেন আইয়ুব আমিন। বইটির বিক্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত