স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষাক্রম অপরিহার্য

  লায়ন গনি মিয়া বাবুল

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১১:৫৯ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ১৪:২২

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সকল স্তরে স্মার্ট শিক্ষাক্রম অপরিহার্য। শিক্ষকদেরকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষাক্রমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরিধি বাড়াতে হবে। জনগণকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য ও যোযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ বিষয়ে এগিয়ে আসার জন্যে তিনি আহ্বান জানান।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে সোমবার [২৭ মার্চ] বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের চেয়ারম্যান এম শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানবিক বিশ্বের চেয়ারম্যান ড. শরিফ সাকী, লেখক ও গবেষক টিপু সুলতান, জাতীয় জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ মোহাম্মদ দীপু মীর ও নথবেঙ্গল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডি এইচ মারুফ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত