স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা হয়নি - জামালপুরে নজরুল ইসলাম খান   

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি  

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭

জামালপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই-আগষ্টের আন্দোলনে গত ৫ই আগষ্ট স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র এখনো পুন:প্রতিষ্ঠিত হয়নি। আমাদের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে। আর গণতন্ত্র তখনই পুন:প্রতিষ্ঠিত হবে যখন মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে তার পবিত্র ভোট যে আমানত ভোটকেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে আসতে পারবে। সেই নির্বাচিত প্রতিনিধিরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে তখন আমরা বলবো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হলো। তার আগ পর্যন্ত গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার এই লড়াই চলছে। 

ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জে আয়োজিত বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে বিশ্বাস করে। কারন বিএনপি আজ পর্যন্ত কখনো জনগণকে পথে রেখে ক্ষমতার লোভে আন্দোলন ত্যাগ করেনি, বিএনপি পালিয়ে যায়নি। সে জন্য বিএনপিকে মানুষ সমর্থন করে। জনগণের আকাঙ্খা আমাদের লালন করতে হবে, জনগণের আকাঙ্খা পুরনে প্রস্তুতি নিতে হবে। জনগণকে ভালোবাসতে হবে, তাদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা আরও বাড়াতে হবে। যাতে করে বিএনপিকে সবাই বিশ্বাস করে ভালোবাসে। 

আমরা যেন এদেশের কল্যাণের জন্য ক্ষমতা নয় দায়িত্ব নিতে পারি। এদেশের মানুষের কল্যাণ করার জন্য দায়িত্ব আমরা নিতে চাই এ কারনে, আমাদের যে ভাই খুন হয়েছে তার পরিবারকে আমরা সহায়তা দিতে চাই। আমার যে ভাই গুম হয়েছে আমরা তার মুক্তির চিন্তা করতে চাই। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা কষ্ট করেছে, আমরা তার পরিবর্তন চাই।  

দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে। জনসমাবেশে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত