স্বপ্নপূরীর দেশে

  বিচিত্র কুমার

প্রকাশ: ৩০ মে ২০২১, ১৮:২৯ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩০

ইচ্ছে হলে আবার এসো ফিরে কোন এক বর্ষার দিনে
এই বাংলায় নকশীকাথাঁর মাঠে অঝোর ধারায় বৃষ্টি নামলে,
দুজনে একটু ভিজবো মুক্ত স্বাধীন নীল আকাশের নীচে 
মুক্তা হাওয়ায় মুক্ত বেশে মুক্ত মাঠে মুক্ত নদীর কূলে।
হাতে রেখে হাত দুজনে একটু হাঁটবো স্বপ্নপূরীর দেশে
তুমি আর আমি একাএকা হাওয়ায় ভেসে ভেসে।

তখন হয়তো চোখে পড়বে ময়ূর ময়ূরীরা নিত্য করছে
সুদূরে স্বাধের বৃষ্টির জলে কত না হেসে খেলে,
পাতি হাঁসেরা সাঁতার কাটছে আনন্দ আর উল্লাসে
ভেসে ভেসে মায়াবী এক নদীর জলে।
হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা ভিজে যাব একফসলা বৃষ্টিতে 
তুমি যেন আমার দিকে চেয়ে থাকলে অপলক দৃষ্টিতে।

হয়তো তখন আমি একগুচ্ছ কদম ফুল তুলি
তোমার খোঁপায় গেঁথে দিব,
হেঁটে হেঁটে মাতাল হাওয়ায় দুজনে গল্পের দেশে
হাতে রেখে হাত সবুজ শ্যামল বাংলায় হারাব।
আবার যদি তুমি ফিরে এসো প্রিয়া সেই চিরচিনা স্বপ্নপূরীর দেশে 
এখনো সেখানে আমি তোমার প্রতীক্ষা দাঁড়িয়ে থাকি একাকী বেশে।

কবি পরিচিতিঃ
বিচিত্র কুমার ১৯৯১ সালের ১৫ ডিসেম্বর,বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন খিহালী পশ্চিম পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: বিপুল চন্দ্র কবিরাজ। মাতা: অদিতী রানী কবিরাজ। তিনি ২০০৮ সালে আলতাফনগর কে,এম,এ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি,২০১০ সালে সরকারি শাহ্ সুলতান কলেজ,বগুড়া থেকে এইচ এস সি এবং ২০১৪ ও ২০১৫ সালে সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে(অনার্স) ও মাস্টার্সে প্রথম শ্রেণী অর্জন করেন।
তার একক কাব্যগ্রন্থ: আমাদের দেশ (২০১৫ সালে প্রকাশিত)।
তার যৌথ কাব্যগ্রন্থ সমূহ : অমর কাব্য গাঁথা, একমুঠো আলো, শত কবির কবিতা, আঁধারে আলোর রেখা, লাঙল, রক্তাক্ত আগস্ট, কাব্যগাঁথা বিজয়, জীবনের যত কাব্য, সূর্যসিঁড়ি তৃতীয় সংকলন, কবিকোষ-২, সেতু(সিঙ্গাপুর), উদীয়মান কবি, কবিকোষ-৩, দীর্ঘশ্বাসের কাব্য ও মায়াবতী।
এছাড়াও তার লেখা ভারত,যুক্তরাষ্ট্র,ইংল্যান্ড,অস্ট্রেলিয়া,ফ্রান্স,কানাডা সহ শতাধিক দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা,সাপ্তাহিক পত্রিকা,অনলাইন পত্রিকা,মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত