স্পিডবোটের মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ৪ মে ২০২১, ১৫:৫৬ | আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:২২
মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ফেরিঘাটে স্পীডবোট ও বল্কহেডের সংঘর্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে শিবচর থানায় মামলা করেছে। অন্যদিকে গতকালই ঘটনাস্থল পরিদর্শনকরে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে জেলা প্রশাসনের গঠনকরা তদন্ত কমিটি।
পুলিশ ও তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, গত (সোমবার) রাতে নৌ পুলিশ বাদী হয়ে স্পীডবোট ড্রাইভার, স্পীডবোট মালিক (২জন) ও স্পীডবোট ঘাট ইজারাদার মোট ৪ জনকে আসামী করে শিবচর থানায় মামলা করেছে। স্পীডবোট ড্রাইভার আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। তবে পুলিশ এখনও তাকে আটক বা গ্রেফতার দেখায়নি পুলিশ। এছাড়া বোট মালিক ২ জন ও ইজারাদার পালাতক রয়েছে।
অন্যদিকে জেলা প্রশাসনের গঠনকরা তদন্ত কমিটি গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংগ্রত করেছেন তদন্ত সংশ্লিষ্ট তথ্য ও উপাত্ত। এখন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ধার্য করা তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিবেন বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার মাদারীপুরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত