স্কুল ছাত্রীদের উত্যাক্ত করায় আদমদীঘিতে দুই বখাটে আটক

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১৯:৩৪ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১৬:৫১

 বগুড়ার আদমদীঘিতে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষক আমিনুল ইসলামকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় দুই বখাটেকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ উপজেলার কোমারপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের পাশ্ব থেকে উপজেলার জিনইর গ্রামের শহিদুল ইসলামের ছেলে বখাটে নাঈম (১৮) ও আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন (২০) কে পুলিশ আটক করেছে।  

জানা যায়, উপজেলার কোমারপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা রোববার দুপুরে বিদ্যালয়ের পার্শ্বে একটি দোকানে টিফিনের খাবার কিনতে গেলে বখাটে নাঈম ও আলমগীর ওইসব ছাত্রীদের নানা ভাবে উত্যাক্ত শুরু করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসে প্রতিবাদ করলে ওই বখাটেরা শিক্ষক আমিনুল ইসলামকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় সরকারি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই বখাটেকে আটক করে থানায় নিয়ে আসে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বখাটে নাঈম ও আলমগীর হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত