সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে শ্রীনগরের যুবকের মৃত্যু
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৬ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০০
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ আকন (৩২) নামক বাংলাদেশী এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে সৌদি আরবের দাম্মাম শহরে কোম্পানির ফ্রিজের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ আকন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের আব্দুর রশিদ আকনের পুত্র। নিহতের ভাবি রত্না বেগম জানান গত ৫ বছর আগে জীবিকার তাগিদে ইউসুফ সৌদি আরবে যায়। মাঝে সে একবার ছুটিতে বাংলাদেশে এসেছিল। গত বুধবার বাংলাদেশের সময় বিকেল ৪ টার দিকে সৌদি আরবের দাম্মামে কোম্পানির ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। সে বিবাহিত সুমাইয়া আক্তার (১০) নামক এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনা পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত বলেন, ইউসুফের মৃত্যুর খবর আমি শুনেছি, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত