সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু, মোদির শোক 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৫ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬

ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো (৯০) শনিবার (২৭ আগস্ট) ইতালিতে তার নিজ বাড়িতে মারা গেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লিতে কংগ্রেসের বরাত দিয়ে এই তথ্য জানায় এনডিটিভি। এই দিকে সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এর আগে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তার অসুস্থ মাকে দেখতে ২৩শে আগস্ট ইতালিতে যান। মোদি টুইটার পোস্টে লিখেছেন, 'মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধীর প্রতি গভীর সমবেদনা রইল। তার আত্মা শান্তিতে থাকুক। এই শোকের মুহূর্তে, আমার চিন্তাভাবনা পুরো পরিবারের সঙ্গে রয়েছে।' 

এছাড়া সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বুধবার (৩১ আগস্ট) টুইটারে এই নিয়ে একটি পোস্ট করেন।  তিনি লিখেন, 'শ্রীমতী সোনিয়া গান্ধীর মা, মিসেস পাওলা মাইনো শনিবার ২০২২ সালের ২৭শে আগস্ট তারিখে ইতালিতে তার বাড়িতে মারা গেছেন। গতকাল তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।' 

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন দলের নেতারা সোনিয়া গান্ধী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও অন্যান্য কংগ্রেস নেতা দলীয় প্রধান গান্ধী পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
  
সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা পাওলা মাইনোর শেষকৃত্যে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এই তিন নেতা রবিবার (২৮ আগস্ট) কংগ্রেস ওয়ার্কিং কমিটির অনলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন। এই বৈঠকে দলীয় সভাপতি পদে নির্বাচনের তফসিল নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত