সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপের বরগুনা জেলার কমিটি গঠন
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:০২
প্রতিবেশি দেশ বাংলাদেশ এবং ভারতের বিদ্যমান সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করা সংগঠন সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ (সিবিআইএফ) এর বরগুনা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের বিভাগীয় কমিটির এক সাধারণ সভা শেষে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট শুভাশীষ সমাদ্দার এই কমিটি ঘোষণা করেন। এ সময় সংগঠনের কো-চেয়ারম্যান ব্যারিস্টার তৌফিকুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সাজ্জাদ হায়দার এবং যুগ্ম সম্পাদক কাঞ্চন মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বরগুনা জেলা শাখার নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর বলেন, ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। বাংলাদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে সবসময় সে অবদানকে স্মরণ করে। তদুপরি, এই দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন বহু বছরের। তবে আমি বিশ্বাস করি বন্ধুপ্রতিম এই দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরও নিবিড় করার সুযোগ রয়েছে। যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার মানুষের জন্য নিরাপদ একটি আবাসভূমি তৈরি করা সম্ভব হবে। এই সংগঠনটি দুই দেশের মানুষের মধ্যে সেই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত