সুনীল শর্মাচর্যের দু'টি কবিতা

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ | আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:২২

শীতের ভোরে
___________
হিম কুয়াশার বাজনা বাজে
শীতের ভোরে,
পাখপাখালি গান ধরেছে
আপন মনে;
সূর্য উঠলো আগুন তাপে
সবার দোরে,
উষ্ণতা আজ ছড়িয়ে গেল
সবুজ বনে!
পিঠেপুলির গন্ধে মাতাল
খেজুর রসে,
চাষির ঘরে আনন্দে আজ
ঢোলক বাজে;
শীতের ছোঁয়া আমেজ ভরা
খুশির বশে,
দুঃখ ভোলায় এগিয়ে চলা
নতুন সাজে!
আজকাল
___________
আজকাল বড় বেশি দেখানেপনা
আজকাল বড় বেশি অর্থ গৌরব,
আজকাল বড় বেশি লোভের বাহানা
আজকাল বড় বেশি নিজের সৌরভ!
আজকাল প্রতিপদে লাভ লোকসান
আজকাল বড় বেশি স্বার্থটা দামি,
আজকাল বড় বেশি শঠতার ভান
আজকাল বাপ ভুলে নিজে হয় নামী!
আজকাল বড় বেশি ভাঁওতাবাজি
আজকাল বড় বেশি একার যন্ত্রণা,
আজকাল বড় বেশি ভোজ আর বাজি
আজকাল বড় বেশি মনের লাঞ্ছনা!
আজকাল,কাল আর আজ থাকে নাকো,
আজকাল গত হলে,কাল ভুলে থাকো!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত