সিলেটে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় শিডিউল বিপর্যয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ১৪:৪৩ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩২

সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেট রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের শিডিউলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের তিনটি বগি মোগলাবাজার স্টেশনে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চলার পর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, “উদয়ন ট্রেন লাইনচ্যুত হওয়ায় সাময়িক ব্যাঘাত ঘটেছে। ঢাকাগামী কালনী এক্সপ্রেস সকালেই সিলেট স্টেশন ছেড়ে গেছে। আর দুপুর ১২টার জয়ন্তিকা এক্সপ্রেস সোয়া ঘণ্টা দেরিতে, অর্থাৎ সোয়া ১টায় সিলেট থেকে ছেড়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের তিনটি বগি ছাড়া বাকিগুলো সিলেট রেলওয়ে স্টেশনে আনা হয়েছে। অতিরিক্ত তিনটি বগি সংযোজনের পর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত