সিরিয়ার প্রেসিডেন্টের সাথে আবুধাবির যুবরাজের ফোনালাপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১০:৩৪ |  আপডেট  : ২৯ মার্চ ২০২৪, ০৯:০৮

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে টেলিফোনে কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ফোনালাপে দুই নেতা সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। সেই সঙ্গে তারা সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও কথা বলেন। খবর সানার।

করোনাভাইরাস মোকাবিলা করার উপায় নিয়ে টেলিফোনে কথা বলেছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেওয়ার জের ধরে দুই দেশের সম্পর্কের চরম অবনতি হলেও সাম্প্রতিক বছরগুলোতে আরব আমিরাত ওই সম্পর্ককে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে।

আরব আমিরাত ২০১১ সালে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের পক্ষ নিলেও পরবর্তী সময়  দামেস্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের সাফল্য পাওয়ার পর ২০১৮ সালে নিজের অবস্থান পরিবর্তন করে আবুধাবি। ওই বছরের ডিসেম্বরে দামেস্কে নিজের দূতাবাস আবার চালু করে সংযুক্ত আরব আমিরাত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত