সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ায় ইসরায়েলি হামলা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৫৩ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪
সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র লক্ষবস্তুতে হামলার দাবি করলেও এবার বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল।
নাবাতিহ শহরের পৌরসভার সদর দফতরে হামলার পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে ভূমধ্যসাগরীয় বন্দর শহর লাতাকিয়াতেও হামলা চালিয়েছে দেশটি। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি হামলা "লাতাকিয়া শহরের একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে"।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়ে বলে, ইসরায়েলি হামলায় লাতাকিয়ায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছে বলেও জানানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী লাতাকিয়ায় ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
তবে রাষ্ট্রীয় মিডিয়া সামরিক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, দুই জন আহত হয়েছে এবং ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও জোরদার করেছে দেশটি।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত