সিরাজদিখান মধ্যপাড়ায় ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১৮:০৮ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৯
টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সুশাসন বাস্তবায়নের জন্য সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৩ জানুয়ারী) দুপুরে মধ্যপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাহেরকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, স্থানীয় সরকার (এলজিইডি) কারিগরি সহায়তা কার্যক্রের সঠিক জবাবদিহি মূলক কর্মসূচী হিসেবে এ উন্মুক্ত ওয়ার্ড সভা করা হয়। মধ্যপাড়া ইউনিয়ন পরিষের আয়োজনে উন্মুক্ত ওয়ার্ড সভায় ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল করিম।
উপস্থিত ছিলেন,মধ্যপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড সদস্য মোঃ মামুদ, মধ্যপাড়া ইউনিয়ন ওয়ার্ড সদস্য রুবিয়া আক্তার, মধ্যপাড়া ইউনিয়ন ওয়ার্ড সদস্য হাসনা হেনা, মধ্যপাড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড সদস্য মোঃ আবুল হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক তালুকদারসহ ৫নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় উন্মুক্ত ওয়ার্ড সভা প্রধান অতিথির বক্তব্যে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল করিম বলেন, উন্নয়নশীল টেকসই দেশ গড়তে স্থানীয় সরকারের কোন বিকল্প নেই, তাই স্থানীয় সরকারের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তবেই টেকসই উন্নয়ন করা সম্ভব হবে বলে তিনি জানান।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত