সিরাজদিখান নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৫ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৭:০৫
মুন্সীগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।
আজ শনিবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা মে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের নেতৃত্বে উপজেলা প্রশাসন, সিরাজদিকান থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক. অর্থ সম্পাদক শেখ আব্দুল করিমের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ, বিভিন্ন রাজনৈতিক দলসহ সকল শ্রেণি পেশার মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮ টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন। সকাল ১০ টায় একই মাঠ থেকে বের করা হয় বিজয় শোভাযাত্রা। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মহিলাদের অংশ গ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় উপজেলা ইউএনও পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রকোট খারশুল গীতাঞ্জলি সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে ও শহীদুল ইসলাম বাবুর পরিচালনায় নাটক একাত্তরের ঘাতকসহ নানা আয়োজন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত