সারাদেশে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে
সিরাজদিখানে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১৭:৪০ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:২১
হিন্দু ধর্মালম্বীদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের ছাত্র-জনতা। আজ সোমবার (১২আগস্ট) বিকাল ৪টায় উপজেলা শহরের এসিল্যান্ড অফিসের সামনে গোয়ালবাড়ি মোড় সিরাজদিখান-ইয়াপুরা-মালখানগর রাস্তা অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
একপর্যায়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্কিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে অবস্থান নেয়। এ সময় সংখ্যালঘুদের সুরক্ষা কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এছাড়া, দাবি মেনে না নেয়া হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন তারা। এতে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পরে। প্রতিবাদ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের এডভোকেট অজয় চত্রবর্তী, এডভোকেট সমরেশ নাথ, এম হায়দার আলী, স্মৃতি রানী রাজবংশী,জ্ঞানদীপ ঘোষ, সুবীর চক্রবর্তী,ডাঃ দেবব্রত ঘোষ সমীর,জয়ন্ত ঘোষ,শ্যামল পৈত,আতাউর রহমান হাওলাদার,শাহাদাৎ শিকদার,শ্যামল চন্দ্র ঘোষ,দেবব্রত দাস দেবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত