সিরাজদিখানে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৭:০৩ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৫:৪২

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার কাঠালতলী গ্রামে সোমবার বিকালে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়) পড়া লেখা করে। 

ভুক্তভোগি শিক্ষার্থীর নানী লাকী বেগম জানান, শিশুটির বাবা অটো চালক । সে কারণে তার নাতনি নানা বাড়িতে থেকে পড়া-লেখা করে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সে একই ক্লাসের বান্ধবী সাদিয়া আক্তারের বাড়িতে পড়াশুনারার বিষয়ে আলোচনা করতে গেলে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে আমার নাতনীর বান্ধবীর বাবা মোঃ আলমাস সরদার (৫৬) তার মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার নানি ঘটনাটি জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায়  লম্পট মোঃ আলমাস সরদারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা রবিন হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় মোঃ আলমাস সরদারকে গ্রেফতার করেছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলায় মোঃ আলমাস সরদারকে গ্রেফতার করে বুধবার  দুপুরে আদালতে প্রেরণ করেছে।  আজ বুধবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত