সিরাজদিখানে শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১ জুন ২০২৪, ১৬:১৫ |  আপডেট  : ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৮

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় ৪৫ হাজার ৩১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু  হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  স্থায়ী কেন্দ্রে ভিটামিন খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ আঞ্জুমান আরা ।

এ সময়  সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ আঞ্জুমান আরা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডাঃ এ কে.এম তাইফুল হক, স্ব্স্থ্য পরিদর্শক ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল, এমটি ইপিআই মোঃ আলমগীর গাজী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলায় এবছর ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৪০৮ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪০ হাজার ৯১০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ আঞ্জুমান আরা  এবং ডাঃ এ.কে.এম তাইফুল হক জানান, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৪৫ হাজার ৩১৮ শিশুকে আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ থেকে শুরু হলেও লক্ষ্যমাত্রা পূরণ হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি জানান, সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩৩৭টি কেন্দ্র্রে  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন টিকাকর্মী করে ৮৪ জন স্বাস্থ্যকর্মী ৬৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এছাড়াও স্থানীয় কেন্দ্রের চিকিৎসক,নার্সসহ  অন্যান্য স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন।

ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকা কার্যক্রম মনিটরিং করছেন বলে জানান তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত