সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত
প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৬:৫৮ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫
মুন্সিগঞ্জ সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আলোচনা সভা, যুবদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান এবং র্যালির আয়োজন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাব্বির আহম্মেদের সভাপতিত্বে ‘ স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের প্রভাষক চৈতি দেবনাথ,উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, উদ্যোক্তা কেয়া চাকলাদার ,শারমিন শীলা,সাংবাদিক লতা মন্ডল প্রমুখ। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কর্মে প্রত্যাশী ১১ জন যুবদের মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত