সিরাজদিখানে ভুয়া ওয়ারিশ বানিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১৬:২৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫

সিরাজদিখান বড় শিকারপুরে ভুয়া ওয়ারিশ বানিয়ে ৩ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগীরা। আজ রবিবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে বিমল মন্ডল মনাই।

লিখিত বক্তব্যে বিমল মন্ডল মনাই উল্লেখ করেন, আমার দাদা মৃত- তারিনী চরন মন্ডল মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশ আমার বাবা মৃত রাধিকা মোহন মন্ডল তার দুই ছেলে আশুতোষ মন্ডল ও বিমল মন্ডল মনাই। আমাদের এই সম্পত্তির উপর লালায়িত হয়ে কালি দাস মন্ডল, পিতা মৃত রাধেশ্যাম মন্ডল। বিপুল মন্ডল ও দিপু মন্ডল পিতা মৃত নিতাই মন্ডল গ্রাম বড় শিকারপুর কিন্তু রাধেশ্যাম মন্ডলের পিতা রবি মন্ডলকে উল্লেখ না করে মিথ্যা বাবা/পিতা তারিনী চরন মন্ডল উল্লেখ করে ভুয়া ওয়ারিশ সনদপত্র গ্রহণ করেন। যা পরে ওয়ারিশ কাগজপত্র,জাতীয় পরিচয় পত্র এবং তাদের পার্সপোটে দেওয়া তথ্যর মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়।

তিনি আরও বলেন, ভুয়া ওয়ারিশ সনদপত্র দিয়ে কাগজ করে সিরাজদিখান ভূমি অফিসের মাধ্যমে আমাদের ওয়ারিশকৃত জমি নামজারি করা হয়। এত বড় অপরাধ করে অপারাধী চক্র ক্ষান্ত হয়নি। তারা আমাদেরকে বিভিন্ন লোক দিয়ে এখন ওই জমির দখল ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে এবং আমাদের পরিবারকে খুন-গুম করার বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুতোষ মন্ডল, বিমল মন্ডল মনাই, মালঞ্চা মন্ডল,রিতা মন্ডল,ছোয়া মন্ডল,গীতা সরকার, মা অমিয় মন্ডল ও রিপন মন্ডল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত