সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আনন্দ মিছিল

  সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১৮:০৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুচিয়ামোড়া আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ ছাত্র-জনতার সকল শ্রেণি পেশার মানুষের উদ্যোগে মুন্সীগঞ্জ সিরাজদিখানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ আগস্ট চলমান ছাত্র আন্দোলনের মাধ্যমে গদি থেকে সরিয়ে দেশছাড়া করায় আজ বুধবার কেলা সারে ১১টায় সিরাজদিখান কুচিয়ামোড়া এলাকায় তারা এ আনন্দ মিছিল করে। মিছিলটি কুচিয়ামোড়া স্কুল মাঠ থেকে শুরু হয়ে নিমতলা যায়। সেখান থেকে ফিরে কুচিয়ামোড়া আদর্শ স্কুল এন্ড কলেজের মাঠে মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজদিখান সমন্বয়ক  এ্যাডভোকেট মারুফ হাসান। এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিক্রমপুর আদর্শ কলেজের উপ অধ্যক্ষ আ: জলিল, সালমান সাদ্দি, মাহমুদ,সিফাত,সিজান,নাজমুল, আফতাব, মেহেদি, রিপন, বাইজিদ,সুমন, মিল্লাত প্রমুখ। এরপর বিএনপি, জামায়াত ও সাধারণ মানুষসহ বিভিন্ন সংগঠনের  নেতৃত্বে দফায় দফায় আনন্দ ও বিজয় মিছিলে যোগ দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত