সিরাজদিখানে বিশ্ব যক্ষা দিবস পালিত
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১৫:৪৮ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯
হ্যাঁ, আমরা যক্ষা নির্মূল করতে পারি, প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিরাজদিখান বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বেলা সারে ১১ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিদের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কমপ্লেক্স চত্তর প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ এ কে এম তাইফুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাঃ শামীমুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ মুহম্মদ রেজাউল করিম, শিশু বিশেষজ্ঞ ,ডাঃ মোঃ শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ),স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ। এ সময় বক্তারা জানান, ২০২৩ সালে মুন্সিগঞ্জে মোট যক্ষা রোগীদের সংখ্যা ৩৫৯৮, মৃত্যুবরন করেন ৭০ জন। ২০২৪ সালে এ যাবৎ ৭৪২ জন যক্ষা রোগে আক্রান্ত যাদের মধ্যে ২ জন মৃত্যুবরন করেন।
২০২৩ সালে সিরাজদিখান উপজেলায় যক্ষা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫২ জন এবং ২০২৪ সালে অদ্যাবধি যক্ষা রোগে আক্রান্ত ১৬৬ জন।। জেলায় যক্ষা নির্মূল করতে স্বাস্থ্য বিভাগ ছাড়াও ব্র্যাকসহ বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে। বক্তারা যক্ষা নির্মূলে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এবং দুই সপ্তাহের বেশি কাশি হলেই হাসপাতালে এসে কফ পরীক্ষা করতে হবে। যক্ষা হলে ভয়ের কিছু নেই চিকিৎসায় যক্ষা ভালো হয়। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়া আনার কথা বলেন ।
এছাড়া দেশের টেকশই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যক্ষা নির্মূল করতে সরকারের লক্ষ্যমাত্র অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত