সিরাজদিখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল ৪ শতাধিক রোগী
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ১৪:৪৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২০:৫৪
মুন্সীগঞ্জ সিরাজদিখানে প্রায় ৪ শতাধিক অসহায়, গরীব ও দুস্থ রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম।
আজ মঙ্গলবার সকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম ।
অনষ্ঠানে মধ্যপাড়া ইউপি সদস্য মোঃ দীন ইসলাম, মধ্যপাড়া ইউপি সদস্য আবুল হোসেন, মধ্যপাড়া ইউপি সদস্য হাসনা হেনা,সমাজসেবক জগদিশ সেন, নারী নেতৃ শেফালী বেগম,সাংবাদিক লতা মন্ডল, সাংবাদিক হাবিবুর রহমান,সাংবাদিক মোঃ রিপনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন । মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন মধ্যপাড়া, রমনা কাকালদী, মোস্তফাগঞ্জ,বাহেরকুচিসহ বিভিন্ন এলাকার প্রায় ৪ শতাধিক রোগী।
সকাল ৮ থেকে শুরু হওয়া কার্যক্রমে অংশ নেন ডায়বেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ২ জন ডাক্তার । ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক ওষুধ বিতরণ করা হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত