সিরাজদিখানে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
প্রকাশ: ৫ নভেম্বর ২০২২, ১৮:৩৪ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০০:১২
মুন্সিগঞ্জ সিরাজদিথান উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সারে ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাইয়ের নাম রাসেল (৩৫। তিনি ওই গ্রামের মৃত আজিজ দেওয়ানের মেঝো ছেলে। ঘটনার পরপরই অভিযুক্ত রড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করেছে পুলিশ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রাসেল গুরুত্বর আহত হলে তাকে অজ্ঞান অবস্থায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাসেলের লাশ উদ্ধার করে সিরাজদিখান থানার পুলিশ। লাশটি আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বড় ভাই আব্বাস দেওয়ানকে গ্রেফতারে সক্ষম হই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত