মামলার কাগজ নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কাঞ্চন

সিরাজদিখানে প্রভাব খাটিয়ে জমি দখল

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১৬:৫১ |  আপডেট  : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৯

সিরাজদিখান বাসাইল গ্রামের মৃত শফিউদ্দিন বেপারীর ছেলে মো: কাঞ্চন বেপারীর তার পিতার ভাগের এবং পূর্বপুরুষের ওয়ারিশ হতে ৭২৭ শতাংশ জমি পওয়ার নেওয়া জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জমির মালিক দাবিদার মো. মোঃ কাঞ্চন বেপারী সিরাজদিখান সহকারী কমিশনার (ভ‚মি) অফিস ও সিরাজদিখান থানায় এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। প্রভাব খাটিয়ে মোঃ আনিস সরকার,মোঃ সুমন সরকার ও হেক্সাগন টেকনোলোজিস রিং জয়েন্ট স্টকের পক্ষ্যে চেয়ারম্যান জাকারিয়া শহিদ জমি জোড়পূর্বক দখলে রাখায় এখন মামলার কাগজ নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মৃত শফিউদ্দিন বিপারীর ছেলে মোঃ কাঞ্চন বেপারী। থানা পুলিশ ও ভ‚মি অফিস তদন্তের নামে ঝুলিয়ে রেখেছে সেই অভিযোগ পত্র।

স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রাপ্ত অভিযোগে জানা গেছে, গুয়াখোলা মৌজার আর এস ২১১ খতিয়ানের আর এস ৮৭ নং দাগে মোঃ কাঞ্চন বেপারীর জমি রয়েছে। এবং আর এস ৩৭৬ নং খতিয়ানের আর এস ১১৭,১১৬ নং দাগে ২৬ এবং ৪ শতাংশ জমি মোঃ আনিস সরকার ও উত্তর গুয়াখোলা গ্রামের মজনু সরকারের ছেলে সুমন সরকার জোর করে জমি জোরপূর্বক দখল করে নেয় এবং সেই জমি বেড়া দিয়ে ঘিরে রাখে। প্রতিপক্ষের প্রাণনাশের হুমকির কারণে নিজ জমিতে ফিরতে পারছেন না মোঃ কাঞ্চন বেপারী।

মোঃ কাঞ্চন বেপারী জানান, তিনি বৈধভাবেই জমির মালিক। ওই জমি নিয়ে একাধিক বার বৈঠকে বসা হয়েছে। কিন্তু কেউ ছাড় দিতে রাজি না। কিন্তু প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তাকে ভয়ভীতি দেখিয়ে তার জমি দখল করে নিয়েছে। তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জমি দখলের বিষয়ে আনিস সরকার গংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। সিরাজদিখান থানার ডিউটি অফিসার জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। জমি দখল ও হুমকির বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন কর্র্তৃপক্ষ।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত