সিরাজদিখানে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ১৮:১৮ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৪:০৮
মুন্সীগঞ্জ সিরাজদিখানে প্রবাসীর বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ঘর মালিক মালোয়েসিয়া প্রবাসী মোঃ জাহাঙ্গির দেওয়ান। বুধবার রাতে পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগটি করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় ওই প্রবাসীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা অনুমান পৌনে ৬টায় উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মালোয়েসিয়া প্রবাসী মোঃ জাহাঙ্গির দেওয়ানের বসতঘরে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘরের ভেতরের আসবাবপত্র ও নগদ ২২ লক্ষ টাকা,২০ ভরি স্বর্নসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন প্রবাসী মোঃ জাহাঙ্গির দেওয়ানের স্ত্রী ফাহিমা বেগম (৩৫)।
এ ব্যাপারে ঘর মালিক মালোয়েসিয়া প্রবাসী মোঃ জাহাঙ্গির দেওয়ান বলেন,আমি মালোয়েসিয়া প্রবাসী সারে ৫ মাস যাবৎ দেশে এসেছি এর মধ্যে আমার ঘড়ে আগুন দিয়ে আমার সবকিছু পুড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এত আমার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দূষিদের শাস্তি চাই।
শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, ঘড়ের মালিক মালোয়েসিয়া প্রবাসী মোঃ জাহাঙ্গির দেওয়ান আগুন লাগার সময় বাড়িতে ছিলেন না তাই কোনকিছু রক্ষা করতে পারেন নি । এ ব্যাপারে সিরাজদিখান শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তাইজুল ইসলাম বলেন, ফায়ারসার্বিস রিপোর্ট পেলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত