সিরাজদিখানে পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক পুলিশের মতবিনিময় 

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৩, ১৭:২০ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৭:১১

মুন্সিগঞ্জ সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে থানা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আসন্ন দূর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত । বক্তব্য দেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপপ দাস সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ,মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবরি চক্রবর্তী,সিরাজদিকান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক প্রমূখ সহ অনেকে।

সমাপনি বক্তব্যে সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, উপজেলা মোট ১২৭ টি মন্দিরে পূজা উদযাপন করা হবে। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তাই এই দুর্গোৎসবে থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। সে বিষয়ে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও আনসার ব্যাটালিয়ন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ২৪ ঘণ্টা ডিউটি পালন করবে। কোন ব্যক্তি যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে নাশকতার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ  প্রয়োগ অব্যহত রাখবো এবং সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দুর্গোৎসবে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য স্ব-স্ব মন্দির কমিটির সদস্যসহ স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন। অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম আরও বলেন, প্রতিটি পূজা মন্ডপের সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক কমিটি গঠন, পরিদর্শন রেজিস্টার রক্ষনাবেক্ষনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি আরও বলেন,মন্দির কমিটির  নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে হবে। দূর্গা পূজায় যাতে কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে দিকে সকলের খেয়াল রাখতে হবে । নিরাপত্তা ব্যবস্থায় থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে। যে কোন প্রয়োজনে থানা পুলিশের সাথে যোগাযোগ করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত