সিরাজদিখানে দলিত জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি ও ভবিষৎ কর্মকৌশল আলোচনা সভা
প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১৫:২৫ | আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৩:৩৯
মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিভিন্ন সমস্যার সমাধানসহ দাবি উপস্থাপন করেছে দলিত জনগোষ্ঠীর মানুষ। আজ বুধবার দুপুর ১২টায় সিরাজদিখান উপজেরা প্রাথমিক শিক্ষক সমিতি সভাকক্ষে ‘দলিত জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি ও ভবিষৎ কর্মকৌশল,প্লায়েত, ছায়া প্লায়েত,দলিত ইউথ ক্লাব,বাংলাদেশ দলিত পরিষদ,দলিত নেতৃত্বাধীন ও দলিত সম্পর্কিত সংস্থাগুলির প্রকৃত অবস্থা,দলিত সম্প্রদায়ের সেবা করার ক্ষমতা, সীমাবদ্ধতা, অন্যদের সহায়তা প্রদানে সুযোগ ( জিও,এনজিও ) নিরুপন করা, ভবিষৎ কর্মপরির্কপনা নির্ধারণ করা, ভৌগলিক অবস্থান, অংশগ্রহনকারীর সংখ্যা আর্থসামাজিক উন্নয়ন ও মানবাধিকার নিয়ে দলিত জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি ও ভবিষৎ কর্মকৌশল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বেসরকারী সংস্থা শারি এ সভার আয়োজন করে। বেসরকারি সংস্থা শারির উপ-নির্বাহী পরিচালক রবীন্দ্র লাল বরুয়ার সভাপতিতে ও ইভা পালের স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন সিরাজদিকখন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, বেসরকারী সংস্থা শারির ম্যানেজার পবিত্র মন্ডল প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত