সিরাজদিখানে তৃণমূল বিএনপির পার্টি অফিস উদ্বোধন

  লতা মন্ডল

প্রকাশ: ২ জুলাই ২০২৪, ১২:৩১ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০৮

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠন সমন্বিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় সিরাজদিখান বালচর ইউনিয়নের বালুচর বাজারে ফিতা কেটে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সন এ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার।

পরে সিরাজদিখান তৃণমূল বিএনপির পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সনকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সামসুদ্দিন মাস্টার। তৃণমূল বিএনপির যুগ্ম-মহাসচিব আক্কাস আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজাহান সিরাজ, তৃণমূল বিএনপির কেন্দ্রয়ি কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহসান, সিরাজদিখান তৃণমূল বিএনপির আহব্বায়ক মোঃ আক্তারুজ্জামান, রাতুল ইসলাম ভ‚ইয়া রিপন,বালুচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য কাসেম মেম্বারের প্রমুখ। শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত