সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয় দেয়া প্রতারক গ্রেপ্তার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১৫:৪৩ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৯:১০
মুন্সিগঞ্জ সিরাজদিখান ইছাপুরা এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুজন হলো মুন্সিগঞ্জ জেলার পারুলপাড়া দেওভোগের মোঃ আবেদ মোল্লার ছেলে মো. পারভেজ (২২) ও মুন্সিগঞ্জ কাটাখালী হাওলাপাড়ার মোঃ সালাউদ্দিন বেপারীর মেয়ে নোভা আক্তার (২২)।
বুধবার ইছাপুরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন এ তথ্য জানান।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ও সংবাদের ভিত্তিতে ভুয়া ডিবি পরিচয় দেয়া প্রতারক মো. পারভেজ ও নোভা আক্তারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্সিগঞ্জ র্কোটের সামনে দাড়িয়ে থেকে সাধারণ মানুষের কাছে ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন বলেও জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এলাকার ফারুখ মিয়াকে ডিবি পরিচয় দিয়ে হুমকি দেন। এ সময় দুই বারে তাদের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। গত বুধবার সন্ধ্যায় আবার এসে টাকা দাবি করলে তাদের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়দের পরামর্শে এডভোকেট সোহাগকে ফোন দেন ফারুক। এডভোকেট সোহাগ এসে তাদের সাথে কথা বললে সন্দেহ হলে থানা পুলিশকে ফোন করলে পরে পুলিশ গিয়ে ভুয়া পরিচয় দেওয়া তাদের আটক করে সিরাজদিখান থানায় নিয়ে আসে।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালেতের মাধ্যমে তাদের জেল হাজাতে পাঠানো হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত