সিরাজদিখানে জলাতংক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

  লতা মন্ডল,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২১, ১৫:৩৫ |  আপডেট  : ১২ অক্টোবর ২০২৪, ১৬:১৩

বাংলাদেশ থেকে জলাতংক নির্মূলের লক্ষ্যে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ব্যাপকহারে কুকুর কে টিকাদান কার্যক্রম (এমডিভি) উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সভা অনুষ্টিত হয়। এ

তে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুম আরা বেগম, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহীদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, ডাঃ জান্নাতুনন নাহার.সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ আলমগীর হোসেন গাজী ও প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ শরীফুল ইসলাম,সাংবাদিক লতা মন্ডল,সাংবাদিক দেবব্রত দাস দেবুসহ অনেকেই। 

সভায় বক্তারা বলেন, আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত সিরাজদিখানে ৩১ টি টিম কাজ করবে। জলাতংক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল ,শিয়াল ,বেজী ,বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। এ রোগে মৃত্যুর  হার শতভাগ। পৃথিবীতে কোথাও না কোথাও প্রতি ১০ (দশ) মিনিটে একজন এবং প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতংক রোগে মারা যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত